Business News: ১০ হাজারে এই ব্যবসা করবেন?
চাকরির বাজার খুব একটা ভাল নয়। ভাল চাকরি পেতেও বেশ কাঠ খড় পোড়াতে হয়। ব্যবসার জন্যও মোটা অঙ্কের মূলধন প্রয়োজন। তবে বেশ কিছু স্বনির্ভরশীল রোজগারের উপায় আছে আছে যা শুরু করা যায় কম মূলধনে।
চাকরির বাজার খুব একটা ভাল নয়। ভাল চাকরি পেতেও বেশ কাঠ খড় পোড়াতে হয়। ব্যবসার জন্যও মোটা অঙ্কের মূলধন প্রয়োজন। তবে বেশ কিছু স্বনির্ভরশীল রোজগারের উপায় আছে আছে যা শুরু করা যায় কম মূলধনে। মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করেই শুরু করতে পারেন সেই সমস্ত ব্যবসা। এই ভিডিয়োয় দেওয়া হল তারই সুলুক সন্ধান। সারাদেশেই আচারের জনপ্রিয়তা রয়েছে। আম, লেবু, তেতুল কিংবা পাঁচমেশালী আচার তৈরির ব্যবসা শুরু করা যায় ১০,০০০ টাকা মূলধনে।
হাতের গুন থাকলে অবশ্যই জনপ্রিয় হবে আপনার তৈরি আচার। নিজের লেখার দক্ষতা আর সৃজনশীলতা থাকলে করতে পারেন ব্লগিং। দিনে দিনে আপনার ব্লগ জনপ্রিয় হলে নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনও পেতে পারেন। ব্লগ কিংবা ভ্লগ শুরু করতে ১০,০০০ টাকা যথেষ্ট। ভাল রান্না করতে পারলে বাড়িতে হোম ডেলিভারি করতে পারেন।
টিফিন তৈরি করে বিক্রি করতে পারেন। প্রাথমিকভাবে দুপুরের লাঞ্চের জন্য ভাত, ডাল, তরকারি, মাছ দিয়ে শুরু করতে পারেন। ছোট থেকে অনেকেই যোগাসন চর্চা করেন। যোগা ট্রেইনার হিসেবে ক্লাস করাতে পারেন। এই সমস্ত ব্যবসা শুরু করতে লাগবে না মোটা অঙ্কের টাকা।