Tata Motors: টাটা মোটর্সের সাফল্যের এক্স ফ্যাক্টর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 7:18 PM

চারচাকা গাড়ির বাজারে ভারতীয় অনেক কোম্পানির মধ্যে একাধিপত্য টাটার। হুন্ডাই, মহিন্দ্রা, মারুতিকে পিছনে ফেলে এক নম্বরে টাটার গাড়ি। কোন রহস্যে টাটার এই সাফল্য? সাফল্যের পিছনে আছে টাটার বাণিজ্যিক কৌশল আর নিজস্ব বেশ কিছু সংস্থার জোর।

চারচাকা গাড়ির বাজারে ভারতীয় অনেক কোম্পানির মধ্যে একাধিপত্য টাটার। হুন্ডাই, মহিন্দ্রা, মারুতিকে পিছনে ফেলে এক নম্বরে টাটার গাড়ি। কোন রহস্যে টাটার এই সাফল্য? সাফল্যের পিছনে আছে টাটার বাণিজ্যিক কৌশল আর নিজস্ব বেশ কিছু সংস্থার জোর। গাড়ির ডিজাইন তৈরি করে Tata Elxsi টাটার চারচাকা গাড়ির কাঠামো ও বডি তৈরি করে টাটার সংস্থা টাটা স্টিল।

নিত্য নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয় গুলো দেখে টাটার সংস্থা টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ব্যাটারি চালিত চার চাকার সেল তৈরি করে টাটার সংস্থা টাটা কেমিক্যালস। ইলেকট্রিক গাড়ির চার্জিংয়ের দায়িত্বে টাটার আর এক সংস্থা টাটা পাওয়ার।

আর এই সব কারণেই টাটার শেয়ারের দাম বাড়ে। ২০১৮ অক্টোবরের টাটার যে শেয়ারের দাম ছিল ১৭৪ টাকা। ২০২৩ অক্টোবরে টাটার সেই শেয়ারেরই দাম বেড়ে হয়েছে ৬৬৭ টাকা।