Kolkata International Bookfair 2023: প্রেমের টানে বইমেলা
Couples In Book Fair 2023: শহর জুড়ে যেন প্রেমের মরসুম। প্রেমের টানে, প্রেমের আবেগে অনেকেই এসেছেন বইমেলায়। একটু খুনসুটি, একটু আড্ডা, একটু হাতে হাত ধরে বইয়ের স্টল ঘোরা। এ যেন বইমেলার একটা নস্টালজিয়া ছবি।
শহর জুড়ে যেন প্রেমের মরসুম। প্রেমের টানে, প্রেমের আবেগে অনেকেই এসেছেন বইমেলায়। একটু খুনসুটি, একটু আড্ডা, একটু হাতে হাত ধরে বইয়ের স্টল ঘোরা। এ যেন বইমেলার একটা নস্টালজিয়া ছবি।
বইমেলায় বই পড়া হোক বা না হোক, প্রেমটা কিন্তু চাই। ক্যামেরা সামনে অনেকের প্রেমিকা হয়ে গেল বোন, কেউ আবার ক্যামেরা দেখে সটান হাঁটতে শুরু করলেন অন্য কোনো ডেস্টিনেশন এ। অনেকে এসেছেন বইমেলায় সিঙ্গেল হয়ে, ভেবে ছিলেন কোনো বইপ্রেমিকের সাথে যদি প্রেমটা হয়ে যায়। কিন্তু সে আর হল কই।
বইমেলা, তুমিও হেঁটে দেখো
বইমেলা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।
Published on: Feb 12, 2023 07:46 PM