Kolkata Metro: মেট্রো কি নিজের সম্পত্তি! দরজা বন্ধ হয়ে যেতেই যুবক কী করল দেখুন

|

Dec 26, 2025 | 2:41 PM

Kolkata Metro CCTV Footage: সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যাত্রী চলন্ত সিঁড়ি থেকে দৌড়ে নেমে মেট্রো ধরতে যায়। তখনই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বন্ধ হয়ে যায়, কারণ মেট্রোর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই এই স্ক্রিন ডোর স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বন্ধ হওয়ার নিয়ম রয়েছে।

দমদম ক্যান্টনমেন্টের পর শিয়ালদহ মেট্রো স্টেশন। এবার শিয়ালদহ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর জোর করে খোলার চেষ্টা। বড়দিনের সন্ধ্যায় শিয়ালদহ মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের ১৪ নম্বর স্ক্রিন ডোরের সঙ্গে এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যাত্রী চলন্ত সিঁড়ি থেকে দৌড়ে নেমে মেট্রো ধরতে যায়। তখনই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বন্ধ হয়ে যায়, কারণ মেট্রোর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই এই স্ক্রিন ডোর স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বন্ধ হওয়ার নিয়ম রয়েছে। ওই যাত্রী জোর করে প্ল্যাটফর্মের দরজা বন্ধ হতে দেয়নি। বরং সেটিকে জোর করে খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় ওই যাত্রী। এরপর সজোরে লাথি মারে ওই স্ক্রিন ডোরটিকে।ইতিমধ্যে ঘটনায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ।