Kolkata Snow Park: তাপপ্রবাহ কোথায়, কলকাতায় তো বরফ পড়ছে!
একেবারে হিমশীতল তুষারপুঞ্জ উড়ে এসে পড়ছে গায়ে, মাথায় মুখে গালে চুলে। বরফের কুঁচি হাতে গোল্লা পাকিয়ে একে অপরের দিকে ছুঁড়ছেন। এখানে। এই স্নো পার্কে। নিউটাউনের অ্যাক্সিস মলের ছ তলার ওপরে এই তুষার সাম্রাজ্য। যন্ত্রে তৈরি হলেও বরফ তো বরফই, তাই আনন্দ একরত্তিও কম নয়। রীতিমত তুষার ঝড়ে খুনসুটিও চলল
কলকাতায় যখন তাপপ্রবাহ চলছে তখন নাকি নতুন কলকাতায় বরফ পড়ছে? না কোনও অগুমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি নয়। নিখাদ বাস্তব। একেবারে হিমশীতল তুষারপুঞ্জ উড়ে এসে পড়ছে গায়ে, মাথায় মুখে গালে চুলে। বরফের কুঁচি হাতে গোল্লা পাকিয়ে একে অপরের দিকে ছুঁড়ছেন। এখানে। এই স্নো পার্কে। নিউটাউনের অ্যাক্সিস মলের ছ তলার ওপরে এই তুষার সাম্রাজ্য। যন্ত্রে তৈরি হলেও বরফ তো বরফই, তাই আনন্দ একরত্তিও কম নয়। রীতিমত তুষার ঝড়ে খুনসুটিও চলল। ছোটদের তো আনন্দের সীমা নেই। তারা আত্মহারা। গরমের তাপ এক ঘণ্টার জন্য ভুলে থাকতে এখানে আসতে পারেন যেকেউ। কচিকাঁচাদের মধ্যে বেশ জনপ্রিয় এই স্নো পার্ক। প্রবেশমূল্য কত? কী কী সুবিধা রয়েছে স্নো পার্কে? এক ঘণ্টা এই তুষার সাম্রাজ্যের ছাড়পত্র পেতে খরচ মাথাপিছু ৪৯৯ টাকা। সবসময়ে খরচের কথা ভাবলে হয়? ৪০ ডিগ্রি থেকে মাইনাস ৬ মাত্র একটা দরজার ওপারে। যাবেন নাকি?