AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Tram News: ট্রাম কি শুধুই শো পিস?

Kolkata Tram News: ট্রাম কি শুধুই শো পিস?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 04, 2023 | 10:24 PM

Share

Calcutta Tramways Corporation: শহর জুড়ে পড়ে রয়েছে ট্রামের একাধিক স্মৃতি। একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। শিবরাত্রির সলতের মত টিকে রয়েছে গড়িয়াহাট রুট। এমতাবস্থায় ট্রামের ১৫০ বছর পালন। সরকারি উদ্যোগে। এ যে জুতো মেরে গরুদান।

শহর জুড়ে পড়ে রয়েছে ট্রামের একাধিক স্মৃতি। একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। শিবরাত্রির সলতের মত টিকে রয়েছে গড়িয়াহাট রুট। এমতাবস্থায় ট্রামের ১৫০ বছর পালন। সরকারি উদ্যোগে। এ যে জুতো মেরে গরুদান।

ট্রামের ক্যাফেটেরিয়া। ট্রামের টয়লেট। কিন্তু অচল ট্রামকে সচল না করলে যে কর্মীরাই ভাল নেই। সরকারি তরফে হাজির ছিলেন পরিবহন দফতরের এমডি। উত্তর দিতে তিনি তৈরি নন বলেই কি এড়িয়ে যাচ্ছিলেন আমাদের প্রশ্ন?

Published on: Feb 12, 2023 07:30 PM