Kolkata Tram News: ট্রাম কি শুধুই শো পিস?

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 12, 2023 | 7:30 PM

Calcutta Tramways Corporation: শহর জুড়ে পড়ে রয়েছে ট্রামের একাধিক স্মৃতি। একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। শিবরাত্রির সলতের মত টিকে রয়েছে গড়িয়াহাট রুট। এমতাবস্থায় ট্রামের ১৫০ বছর পালন। সরকারি উদ্যোগে। এ যে জুতো মেরে গরুদান।

শহর জুড়ে পড়ে রয়েছে ট্রামের একাধিক স্মৃতি। একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। শিবরাত্রির সলতের মত টিকে রয়েছে গড়িয়াহাট রুট। এমতাবস্থায় ট্রামের ১৫০ বছর পালন। সরকারি উদ্যোগে। এ যে জুতো মেরে গরুদান।

ট্রামের ক্যাফেটেরিয়া। ট্রামের টয়লেট। কিন্তু অচল ট্রামকে সচল না করলে যে কর্মীরাই ভাল নেই। সরকারি তরফে হাজির ছিলেন পরিবহন দফতরের এমডি। উত্তর দিতে তিনি তৈরি নন বলেই কি এড়িয়ে যাচ্ছিলেন আমাদের প্রশ্ন?

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla