AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Konnagar Fire Station: এটা নাকি দমকল কেন্দ্র!

Konnagar Fire Station: এটা নাকি দমকল কেন্দ্র!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 9:23 PM

Share

ভগ্নপ্রায় একটি বাড়ি, যা দেখলে মনে হবে কোন পোড়ো ভুতুড়ে বাড়ি।কিন্তু এই বাড়িতেই থেকেই মানুষের বিপদে ছুটে যান দমকল কর্মিরা।এটি কোন্নগর দমকলের কেন্দ্র।যারা মানুষের বিপদে সবার আগে পৌঁছায় সেই দমকল কর্মীরাই এই বিপদসংকুল বাড়িটি তে বাস করে।দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় কোন্নগরের প্রধান দমকল অফিসটি।

দমকল কর্মীদের বাঁচাতে আর ডাকতে হবেনা দমকল! নতুন ভবন পেতে চলেছে কোন্নগর দমকল বাহিনী।

ভগ্নপ্রায় একটি বাড়ি, যা দেখলে মনে হবে কোন পোড়ো ভুতুড়ে বাড়ি।কিন্তু এই বাড়িতেই থেকেই মানুষের বিপদে ছুটে যান দমকল কর্মিরা।এটি কোন্নগর দমকলের কেন্দ্র।যারা মানুষের বিপদে সবার আগে পৌঁছায় সেই দমকল কর্মীরাই এই বিপদসংকুল বাড়িটি তে বাস করে।দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় কোন্নগরের প্রধান দমকল অফিসটি।বাড়িটিকে আঁকড়ে ধরে রয়েছে বট গাছের ডাল,খুলে পড়ছে ঘরের জানালা দরজা,ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা।যেকোনো সময় বিপদ হতে পারে,সেই বিপদের আশঙ্কা নিয়ে অফিসের কাজ চালিয়ে গেছেন দমকলের কর্মীরা।বহুবার সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা দমকল কেন্দ্রকে অন্যত্র সরিয়ে দিতে।অবশেষে কোন্নগর পুরসভার সহযোগিতায় নতুন জায়গায় নতুন অফিস বাড়ি পেতে চলেছে দমকল।আর পুরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন কোন্নগরবাসী।যে বিপদের আশঙ্কা নিয়েই কাজ করে চলেছেন দমকল কর্মীরা। এবার সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে।যদিও দমকল অফিসের এই ভগ্ন দশা নিয়ে কোন্নগরবাসী জয়ন্ত চক্রবর্তী বলেন, যারা মানুষের বিপদে রাত দুপুরে ছুটে যায় সেই দমকল কর্মীরাই দীর্ঘদিন ধরে বিপদে।দীর্ঘদিন ধরেই এই ভগ্নদশার বাড়িটি থেকেই কাজ চালায় দমকল কর্মীরা।যেটা খুবই বিপদজনক। কোন্নগরের মানুষ হিসাবে কখনোই কেউ চায়নি যে দমকলের মতন একটা গুরুত্বপূর্ণ বিভাগ কোন্নগর থেকে সরে যাক।কিন্তু এবার কোন্নগর পুরসভা যে এই বিষয়ে হস্তক্ষেপ করছে এটা খুবই আনন্দের বিষয়।

কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস বলেন, দমকল টা যাতে কোন্নগর থেকে উঠে না যায় তার জন্য সব রকম চেষ্টা ও সাহায্য করেছি।রাজ্য সরকার ও দমকল বিভাগের আধিকারিকরা এসে জমি দেখে গেছেন।বেশ কয়েকটি জমি দেখানো হয়েছিলো।তার মধ্যে কোন্নগর স্টেশনের কাছেই হিম পাইপ এলাকায় একটি জমি তাদের পছন্দ হয়েছে।পুরসভার বোর্ড মিটিংয়ে তাদের ওই জমি টি ৯৯ বছরের জন্য লিজ দিয়েছি।তারপর দমকল কতৃপক্ষ ঠিক করে নেবে নতুন অফিস বাড়ি তারা কবে তৈরি করবে।এবং আপাতত যাতে উঠে না যায়,তার জন্য পুরসভার পক্ষ থেকে অস্থায়ী ভাবে একটি জমি ও ঘর দিয়েছি কাজ চালানোর মত।জায়গাটি স্টেশনের কাছে হওয়ায় নবগ্রাম কানাইপুরেও দমকল বিভাগ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারবে যে কোন বিপদে।।