Kunal Ghosh News: ‘দিল্লির চক্রান্তকারীদের যোগ নেই তো?’, যুবভারতী-কাণ্ডে প্রশ্ন কুণালের

| Edited By: Avra Chattopadhyay

Dec 15, 2025 | 1:12 PM

Kunal Ghosh on Yuva Bharati Chaos: দিল্লি চক্রান্তকারীদের যোগ নেই তো? যুবভারতীতে ভাঙচুর, মেসিকে না-দেখতে পারার ক্ষোভ। আন্তর্জাতিক স্তরে হেঁট হয়ে গেল বাংলার মাথা। কুণাল ঘোষ প্রশ্ন তুললে দিল্লির যোগ নেই তো?

কলকাতা: যুবভারতী-কাণ্ডের নেপথ্য়ে দিল্লির যোগ নেই তো? ইঙ্গিতেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্যায় যা করণীয়, তাই করেছেন। তাই এই নিয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু যুবভারতী নিয়ে এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গিও যেন দেখা হয়, এই বেসরকারি আয়োজককে তো বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে।’

এরপরেই কুণালের প্রশ্ন, ‘অন্য জায়গা থেকে সুতোর টান পড়েনি তো? কলকাতাকে কালিমালিপ্ত কর এবং অন্য় জায়গা করে দেখাও। এই আয়োজকদের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ রয়েছে নাকি নেই, তা খতিয়ে দেখা উচিত।’