Kunal Ghosh: ‘দেখলেন না! ডবল ইঞ্জিন সরকার, প্লেন ভেঙে পড়ল’

| Edited By: সোমনাথ মিত্র

Jun 17, 2025 | 4:35 PM

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “দেখলেন না ডবল ইঞ্জিন সরকার! প্লেন ভেঙে পড়ল!” তাঁর অভিযোগ, ডবল ইঞ্জিনের বড়াই করে যারা ভোট চায়, সেই কেন্দ্রীয় সরকারই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদাসীন। তিনি প্রশ্ন তোলেন, […]

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “দেখলেন না ডবল ইঞ্জিন সরকার! প্লেন ভেঙে পড়ল!” তাঁর অভিযোগ, ডবল ইঞ্জিনের বড়াই করে যারা ভোট চায়, সেই কেন্দ্রীয় সরকারই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদাসীন।

তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? কোথায় ছিল নিরাপত্তার পরিকাঠামো? কোথায় ছিল পর্যাপ্ত সতর্কতা?” কুণাল বলেন, আজ যখন মানুষ বিমান চেপে যাত্রা করছে, তখন তাদের মনে নিরাপত্তা নিয়ে ভয় তৈরি হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, দেশে বারবার অব্যবস্থার বলি হতে হচ্ছে নিরীহ নাগরিকদের।

এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে কুণাল বলেন, “এই ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, এটা সরকারের অব্যবস্থার প্রতিফলন।”
আর কী বললেন কুণাল ঘোষ? দেখুন ভিডিয়ো।