Kunal Ghosh: বিজেপিকে বান্ডিল করে বাংলা থেকে ফেলেছে: কুণাল ঘোষ

| Edited By: সোমনাথ মিত্র

Jun 10, 2025 | 9:31 PM

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তুমুল বাদানুবাদ হয়। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলা ঘিরে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, “আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।” এই মন্তব্যে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইরে এসে শুভেন্দু বলেন, ”আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী যে আচরণ করেছেন তা অত্যন্ত কুরুচিকর এবং একইসঙ্গে লজ্জাজনক। তিনি যে ব্যবহার […]

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তুমুল বাদানুবাদ হয়। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলা ঘিরে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, “আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।”

এই মন্তব্যে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইরে এসে শুভেন্দু বলেন, ”আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী যে আচরণ করেছেন তা অত্যন্ত কুরুচিকর এবং একইসঙ্গে লজ্জাজনক। তিনি যে ব্যবহার করেছেন এবং ভাষা প্রয়োগ করেছেন তা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানায় না।”

এছাড়াও বিধায়িকা অগ্নিমিত্রা পালকে মমতা বলেন, রাজনীতি নয়, ফ্যাশন নিয়ে কথা বলুন। আরও বলেন, “আপনি বেশি কথা বলবেন, আপনার কীর্তিকলাপ সব জানা আছে, সেটা আর নাই বা বললাম!”

এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপিকে বান্ডিল করে বাংলা থেকে ফেলে দেওয়া হয়েছে।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।