Howrah News: তালা ঝোলালেন আইনজীবীরা!

Howrah News: তালা ঝোলালেন আইনজীবীরা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 11, 2023 | 4:26 PM

আইনজীবীর ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে হাওড়া আদালতের আইনজীবীদের বিক্ষোভ। আইনজীবীরা হাওড়া কোর্টের লক আপ গেটে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

গতকাল সন্ধ্যায় হর্ষপ্রসাদ সিংহ নামে একজন আইনজীবী সালকিয়া ধর্মতলায় যখন নিজের চেম্বারে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন বাইক আরোহী দুষ্কৃতি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা পুলিশের সামনে তার ওপর চড়াও হয়। তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হন ওই আইনজীবী। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য আইনজীবীরা গতকাল রাতেই মালিপাঁচঘড়া থানায় বিক্ষোভ দেখান। আহত আইনজীবীর অভিযোগ পুলিশের সামনে তাকে মারধর করা হলেও পুলিশ কিছু করেনি। উল্টে অপরাধীরা যাতে পালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করেছে। গোটা ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন তিনি। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সকালে হাওড়া আদালতের আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তারা হাওড়া আদালতের লক আপের গেটে তালা লাগিয়ে দেয়। ফলে কোন আসামিকে আজ লক আপে ঢোকানো যায়নি। তারা পুলিশ ভ্যানেই রাস্তায় দাঁড়িয়ে থাকেন। আইনজীবীদের অভিযোগ যখন হর্ষপ্রসাদ সিংহ নামে ওই আইনজীবী এবং তার বাবা মালিপাঁচড়া থানায় অভিযোগ জানাতে যান তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন মালিপাঁচঘড়া থানার পুলিশকর্মীরা। এর প্রতিবাদেই বিক্ষোভ। পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ওই আইনজীবীর পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।