LHB Coach in Indian Railways: এই কোচে রেল যাত্রা হবে আরও নিরাপদ!

LHB Coach in Indian Railways: এই কোচে রেল যাত্রা হবে আরও নিরাপদ!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 02, 2023 | 4:31 PM

খুব সহজেই অনেক দূরে যাওয়া যায়। রেল গুরুত্ব দিচ্ছে যাত্রীদের স্বাচ্ছন্দের ওপরে। আগের থেকে এখন রেলের কামরা অনেকটাই উন্নত হয়েছে। নীল রঙের কোচ দেখা যেত এক্সপ্রেস ট্রেনে। এই কোচের ব্যবহার কমাছে রেল। এই কোচের নাম ছিল আইসিএফ রেক। এখন এই কোচের পরিবর্তে আনা হচ্ছে এলএইচবি কোচ।

খুব সহজেই অনেক দূরে যাওয়া যায়। রেল গুরুত্ব দিচ্ছে যাত্রীদের স্বাচ্ছন্দের ওপরে। আগের থেকে এখন রেলের কামরা অনেকটাই উন্নত হয়েছে। নীল রঙের কোচ দেখা যেত এক্সপ্রেস ট্রেনে। এই কোচের ব্যবহার কমাছে রেল। এই কোচের নাম ছিল আইসিএফ রেক। এখন এই কোচের পরিবর্তে আনা হচ্ছে এলএইচবি কোচ। এই কোচ অনেকটাই উন্নত মানের। যেকোন দুর্ঘটনায় এই কোচের ক্ষতি কম হয়। এলএইচবি কোচের সব থেকে সুবিধা হল অ্যান্টি রোল এবং অ্যান্টি টেলিস্কোপিক। এই কোচ অনেকটাই হালকা হয়। এই কোচ তৈরি হয় মাইল্ড স্টিল দিয়ে। এই ধরনের কোচ অনেকটাই আরামদায়ক। প্রথম সারির ট্রেনে এই কোচ দেখা যায়। এলএইচবি কোচে দুলুনি অনেকটাই কম। এছাড়া এলএইচবি কোচে আওয়াজ খুব কম হয়। দুর্ঘটনা ঘটলে, এই ধরনের কোচে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কম। এখনও অনেক ট্রেনে আইসিএফ কোচ আছে। কিন্তু খুব দ্রুত সেই কোচ গুলোর পরিবর্তন করা হবে ।