LIC Plan: ৯০ টাকারও কম বিনিয়োগে পান ১১ লাখ!
বিনিয়োগ করা টাকা সবাই চান সুরক্ষিত রাখতে। ইদানীং বিনিয়োগের টাকা বিভিন্ন ক্ষেত্রে মার যায়। তাই ঝুঁকিহীন বিনিয়োগে ভারতীয়দের প্রথম পছন্দ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া। সম্প্রতি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া মহিলাদের জন্য এনেছে একটি স্কিম।
বিনিয়োগ করা টাকা সবাই চান সুরক্ষিত রাখতে। ইদানীং বিনিয়োগের টাকা বিভিন্ন ক্ষেত্রে মার যায়। তাই ঝুঁকিহীন বিনিয়োগে ভারতীয়দের প্রথম পছন্দ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া। সম্প্রতি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া মহিলাদের জন্য এনেছে একটি স্কিম। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার এই স্কিমের নাম এলআইসি আধার শিলা।
ন্যূনতম ১০ থেকে সর্বোচ্চ ২০ বছর লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার এই স্কিমে বিনিয়োগ করা যায়। ঋণও পাওয়া যায় লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার এই স্কিমে। দিনে ৮৭ টাকা করে জমালে ম্যাচিউরিটিতে পাওয়া যাবে ১১ লক্ষ টাকা। কোনও ৫৫ বছরের মহিলা দিনে ৮৭ টাকা জমালে ১ বছরে তিনি জমাবেন ৩১,৭৫৫ টাকা। ১০ বছরে তাঁর সঞ্চয়ের পরিমাণ হবে ৩,১৭,৫৫০ টাকা। এই সঞ্চয়ে ১৫ বছর পরে তিনি পাবেন ১১ লক্ষ টাকা।