Viral Video: কুকুরের তাড়ায় পালাল সিংহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
সিংহটিকে দেখে এলাকার বেশিরভাগ কুকুর তার দিকে এগিয়ে এসে চিৎকার করতে থাকে। সেও অত কুকুর দেখে কী করবে বুঝতে না পেরে ছুটে পালায়। এমন ঘটনা দেখে অধিকাংশ নেটিজেনদের মাথায় হাত
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহ খাবার খুঁজতে খুঁজতে গ্রামের ভিতর ঢুকেছে। গভীর রাত কোথাও কোনও মানুষজনের দেখা নেই। তাতে কী হয়েছে, এলাকার কুকুরগুলি তো আছে। কুকুর কী না সিংহ তাড়াবে? আসলে কিন্তু এমনই হয়েছে। সিংহটিকে দেখে এলাকার বেশিরভাগ কুকুর তার দিকে এগিয়ে এসে চিৎকার করতে থাকে। সেও অত কুকুর দেখে কী করবে বুঝতে না পেরে ছুটে পালায়। এমন ঘটনা দেখে অধিকাংশ নেটিজেনদের মাথায় হাত। এমনও হয়? শেষে কি না জঙ্গলের রাজা কুকুরের কাছে হেরে গেল! ভিডিয়োটি গুজরাটের গির অভয়ারণ্য সংলগ্ন একটি গ্রামের। ২৪ সেকেন্ডের এই ক্লিপটি ক্রমশ ভাইরাল হচ্ছে। ৫৪ হাজার ভিউ এসেছে আর লাইক ও কমেন্টের ঝড় উঠেছে। মজা করে কমেন্টে একজন লিখেছেন, ‘সিংহটি এত অপমানিত হয়েছে যে, সে আর এই এলাকায় দ্বিতীয়বার আসবে না’ ।
Published on: Mar 24, 2023 05:40 PM