e Lionel Messi: মাঠ ছাড়লেন 'ভগবান', তারপরই উড়ে এল জলের বোতল! - Bengali News | Lionel Messi: The 'god' left the field, and then a water bottle was thrown! | TV9 Bangla News

Lionel Messi: মাঠ ছাড়লেন ‘ভগবান’, তারপরই উড়ে এল জলের বোতল!

Dec 13, 2025 | 11:35 PM

LM10 in Kolkata: মেসি যখন মাঠে আসেন, তখন তাঁকে ঘিরে ছিল একাধিক ভিআইপি দর্শক। সাধারণ দর্শকদের কথায় ৭০-৮০ জন মানুষ ঘিরে ছিল মেসিকে। ফলে, তাঁকে দেখাই যায়নি ভাল করে। আর তারপরই ক্ষোভের সঞ্চার হয় সাধারণ দর্শকের মনে। জলের বোতল থেকে বাকেট চেয়ার, সবই ছোড়া হয় মাঠে।

গোট ট্যুরের ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটা আকুতি ছিল। একবার লিও মেসিকে চোখের দেখা যদি দেখা যায়। আর টিকিট তো ছিল হটকেকের মতো। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ। কিন্তু এহেন মেসি যখন মাঠে আসেন, তখন তাঁকে ঘিরে ছিল একাধিক ভিআইপি দর্শক। সাধারণ দর্শকদের কথায় ৭০-৮০ জন মানুষ ঘিরে ছিল মেসিকে। ফলে, তাঁকে দেখাই যায়নি ভাল করে। আর তারপরই ক্ষোভের সঞ্চার হয় সাধারণ দর্শকের মনে। জলের বোতল থেকে বাকেট চেয়ার, সবই ছোড়া হয় মাঠে। তারপর ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। আগুন লাগিয়ে দেওয়া হয় মাঠের ভিতরে থাকা সোফায়। তারপর বোতলের জল দিয়ে সেই আগুন নেভায় পুলিশ।

Published on: Dec 13, 2025 11:35 PM