IRCTC Rule On Liquor: ট্রেনে ভ্রমণে ব্য়াগে মদ! হতে পারে জেল!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 23, 2023 | 11:24 PM

ট্রেনেতে মদ্যপান নিষিদ্ধ। দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেনে মদ খাওয়া যায় না। ট্রেনে মদ্যপান করলে শাস্তি হতে পারে আপনার। মদ্যপ অবস্থায় ট্রেনে ধরা পরলেও শাস্তি হবে আপনার। শাস্তি হিসেবে জরিমানা হতে পারে ৫০০ টাকা । এমনকি এটার জন্য জেল হতে পারে ৬ মাসের জন্য। রেলওয়ে স্টেশনও মদ্যপান করা মানা

ট্রেনে করে ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন । ট্রেনে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। সেই নিয়ম না মানলে জেলও হতে পারে। ঘুরতে গেলে অনেকেই মদ নিয়ে ট্রেনে যান। ট্রেনেতে মদ্যপান নিষিদ্ধ। দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেনে মদ খাওয়া যায় না। ট্রেনে মদ্যপান করলে শাস্তি হতে পারে আপনার। মদ্যপ অবস্থায় ট্রেনে ধরা পরলেও শাস্তি হবে আপনার। শাস্তি হিসেবে জরিমানা হতে পারে ৫০০ টাকা । এমনকি এটার জন্য জেল হতে পারে ৬ মাসের জন্য। রেলওয়ে স্টেশনও মদ্যপান করা মানা। ট্রেনে মদ নিয়ে যাওয়া যায়। কিন্তু বিহার, গুজরাটে মদ নিয়ে যাওয়া নিষিদ্ধ। ধরা পরলে, শাস্তি হবে আপনার। ট্রেনে ভ্রমণ করলেও একজন ব্যক্তি সব থেকে ২ লিটার মদ নিয়ে যাওয়া যায়। এমন ভাবে মদ রাখতে হবে যাতে কোন যাত্রীর চোখে না পড়ে।