Lok Sabha Election 2024: ভোটের শেষে ‘মেনুকার্ড’ রাজনীতি, ফল ঘোষণার দিন মেনুতে কী?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 28, 2024 | 11:32 PM

Lok Sabha Election 2024: ভোটের শেষে 'মেনুকার্ড' রাজনীতি। ফল ঘোষণার দিন মেনুতে কী? বিরোধী জোটের জন্য বিজেপির মেনুকার্ড। বিজেপির মেনুতে কী কী রাখলেন বিরোধীরা?

Follow Us

বিয়ের মেনুকার্ডের কথা তো আমরা সবাই জানি। কিন্তু ৪ জুনের মেনুকার্ড? সেই জিনিসটা কেমন? লোকসভা ভোটের একেবারে শেষপ্রান্তে এসে অভিনব প্রচার কৌশল। রেজাল্ট ঘোষণার দিন অর্থাৎ, ৪ জুনের দিকে তাকিয়ে নিজেদের মতো করে ‘মেনু’ তৈরি করেছে যুযুধান দুই শিবির। সোশ্যাল মিডিয়ায় সেই মেনুকার্ড ছড়িয়েও পড়েছে। মেনুকার্ড মানে চার তারিখ অন্য পক্ষ কী, কী করবে, তার আভাস। অবশ্যই তীব্র কটাক্ষের ছলে।

প্রথমে দেখা যাক বিজেপির তৈরি মেনুকার্ড। গেরুয়া শিবিরের কার্ডে প্রতি লাইনে ইন্ডিয়া জোটকে কটাক্ষ। যেমন ভোট গোনা শুরুর পর বিরোধী জোটে কান্নাকাটি। ইভিএমে গন্ডগোলের অভিযোগ তোলা হবে। তারপর জোট সদস্যরা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটিতে জড়াবেন। বিকেলের মধ্যে ইন্ডিয়া জোট ইতিহাস হয়ে যাবে। ২০১৯ সালের ২৩ মে লোকসভা ভোটের ফল গণনা হয়েছিল। বিজেপি সমর্থকদের দাবি, সেদিন বিরোধীরা কী কী করেছিলেন, সেটা মাথায় রেখেই এবারের মেনুকার্ড তৈরি হয়েছে।

৪ জুন প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শেষ দিন ধরে পাল্টা মেনুকার্ড তৈরি করেছে বিরোধী জোট। এখানে মূল বক্তব্য, ৪ তারিখ বিকেলে আরও একবার মোদীর কান্না দেখবে দেশ। কাঁদতে কাঁদতেই বিদায় নেবেন দু-বারের প্রধানমন্ত্রী। দেখুন, ভোট শেষ হওয়ার মুখে ফল ঘোষণাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া এমন ক্যাম্পেন এর আগে কখনও দেখা যায়নি।

আসলে সাধারণ মানুষ ঠিক কী চাইছে। রাজনৈতিক দলগুলো সেটা জেনেই প্রচার কৌশল তৈরি করছে। আর সেই কারণেই শেষ মুহূর্তে মেনুকার্ড আমদানি করেছে দুই শিবির। ইন্টারনেটের সার্চ রিপোর্ট বলছে, ভারতে গত ৭ দিনে ফোর্থ জুন নিয়ে ১৬ কোটি বার নেট সার্চ হয়েছে। ৪ জুন কী হতে পারে, সবজান্তা গুগলের কাছে জানতে চেয়েছেন নেটিজেনরা। পয়লা জুনের আগে এক্সিট পোলের তথ্য হাতে আসবে না। তাই গুগল কিছু জানায় কিনা, তা দেখতেই হয়তো বহু মানুষ নেট সার্চ করেছেন। আবার বিভিন্ন পোলস্টাররা ভোটের ফলাফল নিয়ে যে পূর্বাভাস দিচ্ছেন। ইউটিউবে সেইসব ভিডিওতেও রেকর্ড হিট হচ্ছে। কারণ ভোটারদের একটা অংশ এখনই ফলাফলের আঁচ পেতে চান। এই প্রবণতা চার তারিখ সকাল পর্যন্ত চলবে। আর তাই ফোর্থ জুনকে ঘিরে নতুন প্রচার কৌশল দেখছি আমরা।

বিয়ের মেনুকার্ডের কথা তো আমরা সবাই জানি। কিন্তু ৪ জুনের মেনুকার্ড? সেই জিনিসটা কেমন? লোকসভা ভোটের একেবারে শেষপ্রান্তে এসে অভিনব প্রচার কৌশল। রেজাল্ট ঘোষণার দিন অর্থাৎ, ৪ জুনের দিকে তাকিয়ে নিজেদের মতো করে ‘মেনু’ তৈরি করেছে যুযুধান দুই শিবির। সোশ্যাল মিডিয়ায় সেই মেনুকার্ড ছড়িয়েও পড়েছে। মেনুকার্ড মানে চার তারিখ অন্য পক্ষ কী, কী করবে, তার আভাস। অবশ্যই তীব্র কটাক্ষের ছলে।

প্রথমে দেখা যাক বিজেপির তৈরি মেনুকার্ড। গেরুয়া শিবিরের কার্ডে প্রতি লাইনে ইন্ডিয়া জোটকে কটাক্ষ। যেমন ভোট গোনা শুরুর পর বিরোধী জোটে কান্নাকাটি। ইভিএমে গন্ডগোলের অভিযোগ তোলা হবে। তারপর জোট সদস্যরা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটিতে জড়াবেন। বিকেলের মধ্যে ইন্ডিয়া জোট ইতিহাস হয়ে যাবে। ২০১৯ সালের ২৩ মে লোকসভা ভোটের ফল গণনা হয়েছিল। বিজেপি সমর্থকদের দাবি, সেদিন বিরোধীরা কী কী করেছিলেন, সেটা মাথায় রেখেই এবারের মেনুকার্ড তৈরি হয়েছে।

৪ জুন প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শেষ দিন ধরে পাল্টা মেনুকার্ড তৈরি করেছে বিরোধী জোট। এখানে মূল বক্তব্য, ৪ তারিখ বিকেলে আরও একবার মোদীর কান্না দেখবে দেশ। কাঁদতে কাঁদতেই বিদায় নেবেন দু-বারের প্রধানমন্ত্রী। দেখুন, ভোট শেষ হওয়ার মুখে ফল ঘোষণাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া এমন ক্যাম্পেন এর আগে কখনও দেখা যায়নি।

আসলে সাধারণ মানুষ ঠিক কী চাইছে। রাজনৈতিক দলগুলো সেটা জেনেই প্রচার কৌশল তৈরি করছে। আর সেই কারণেই শেষ মুহূর্তে মেনুকার্ড আমদানি করেছে দুই শিবির। ইন্টারনেটের সার্চ রিপোর্ট বলছে, ভারতে গত ৭ দিনে ফোর্থ জুন নিয়ে ১৬ কোটি বার নেট সার্চ হয়েছে। ৪ জুন কী হতে পারে, সবজান্তা গুগলের কাছে জানতে চেয়েছেন নেটিজেনরা। পয়লা জুনের আগে এক্সিট পোলের তথ্য হাতে আসবে না। তাই গুগল কিছু জানায় কিনা, তা দেখতেই হয়তো বহু মানুষ নেট সার্চ করেছেন। আবার বিভিন্ন পোলস্টাররা ভোটের ফলাফল নিয়ে যে পূর্বাভাস দিচ্ছেন। ইউটিউবে সেইসব ভিডিওতেও রেকর্ড হিট হচ্ছে। কারণ ভোটারদের একটা অংশ এখনই ফলাফলের আঁচ পেতে চান। এই প্রবণতা চার তারিখ সকাল পর্যন্ত চলবে। আর তাই ফোর্থ জুনকে ঘিরে নতুন প্রচার কৌশল দেখছি আমরা।

Next Video