Valentines Day 2023: লোপা জয় ‘জুটি’-র প্রেমের কাহিনী

| Edited By: Tapasi Dutta

Feb 13, 2023 | 9:03 PM

পুরনো জায়গায় এলে সেই পুরনো পথচলা ফিরে আসে বোধহয়। জগৎ মুখার্জি পার্কের বিলম্বিত বিজয়া জলসায় আবার সুরের দুই ভ্যালেন্টাইন একসঙ্গে।

লোপামুদ্রা গানে, গিটারে জয়। সুরের এই যুগলবন্দী জীবনেও আসে। তারপর একসঙ্গে পথচলা । কিন্তু একসঙ্গে একমঞ্চে অনেকদিন আর হয় না। কিন্তু পুরনো জায়গায় এলে সেই পুরনো পথচলা ফিরে আসে বোধহয়। জগৎ মুখার্জি পার্কের বিলম্বিত বিজয়া জলসায় আবার সুরের দুই ভ্যালেন্টাইন একসঙ্গে। ভালবাসার দিনের সময়ে, রবীন্দ্র সঙ্গীতে প্রেম পর্যায়। অংশগ্রহণে সাহেব ও মুরলী, আর লোপা জয় জুটি।