kankurgachi: সাতসকালে স্কুল যাওয়ার পথে পড়ুয়ার পায়ের ওপর দিয়ে চলে গেল লরি, গুরুতর জখম ছাত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2025 | 5:42 PM

Sinthi More Accident: অভিযোগ, তারপরই অটোচালক পকেট থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালিয়ে দেন। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ওই ব্যক্তির কাছে বন্দুক কোথা থেকে এসেছে, ওই অটোচালক আদৌ কোনও গ্যাং-এর সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা:

সাতসকালে কাঁকুরগাছিতে মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুলে যাওয়ার পথে পিষে দিল লরি। ছাত্রের পায়ের ওপর দিয়ে লরি চলে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র। ঘাতক লরি চালককে আটক করা হয়েছে। কাঁকুরগাছি বেঙ্গল কেমিক্যালের কাছে বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, বিধাননগর স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্র। বাবার বাইকের পিছনে বসে ছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেঙ্গল কেমিক্য়ালে  সামনে বাইকের পিছনে ঝড়ের গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। বাইকের পিছন থেকে ছিটকে পড়ে যায় ছাত্রটি। কিন্তু লরির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ছাত্রের পায়ের ওপর দিয়েই চলে যায়। ছাত্রের পা থেঁতলে যায়।