LPG Price Hike: দাম বেড়েছে এলপিজি গ্যাসের, বাড়তে চলেছে দুধের দামও
এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। দাম বাড়তে চলেছে দুধেরও। গ্যসের দাম বাড়ার ফলে ফের অগ্নিমূল্য হবে বাজার।
এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি ও ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও ২৪ টাকা বাড়ানো হয়েছে। রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে বাকি অন্যান্য জিনিসের দামও বাড়তে চলেছে। ১ মার্চ থেকেই দাম বাড়ছে দুধের লিটার প্রতি ৫ টাকা। মার্চে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলি সহ একাধিক উৎসবের জন্য ছুটি থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি মাসে চার দিন রবিবার ও দুটি শনিবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভারতীয় রেলওয়ের তরফে ট্রেনে টাইম টেবিলে বড় রদবদল আনা হয়েছে।৫ হাজার পণ্যবাহী ট্রেন ও প্রায় ১ হাজার যাত্রীবাহী ট্রেনের সময়সীমায় পরিবর্তন করা হয়েছে। মার্চ মাস থেকেই বাড়তে পারে ইএমআইয়ের খরচ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে।