LPG Price Hike: দাম বাড়ল এলপিজির
জুলাইয়ের শুরুতেই দুঃসংবাদ। দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারের। ৭ টাকা করে সিলিন্ডার পিছু দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসে। হোটেল, রেস্তোরাঁ এবং অন্যত্র রান্নার কাজে লাগে এই এলপিজি।
জুলাইয়ের শুরুতেই দুঃসংবাদ। দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারের। ৭ টাকা করে সিলিন্ডার পিছু দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসে। হোটেল, রেস্তোরাঁ এবং অন্যত্র রান্নার কাজে লাগে এই এলপিজি। এর আগে জুনে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমে। ৮৩.৫০ টাকা দাম কমে জুনে। ৭ টাকা বাড়ার ফলে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস কিনতে পড়বে ১৭৮০ টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম লাগবে ১৮৮২.৫০ টাকা। দিল্লিতে এই দাম ১৭৮০ টাকা। মুম্বইয়ে ১৭৩২ টাকা। ১৪.২ কেজির ঘরোয়া ব্যবহারের গ্যাসের দাম অপরিবর্তিতই থাকল। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। কলকাতায় দাম ১১২৯ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা। চেন্নাইয়ে লাগে ১১১৮.৫০ টাকা। এর ফলে কোন প্রভাব পড়বে খাবার, রেস্তোরাঁ ও রান্না করা খাবারের জগতে সেটাই এখন দেখার।
Published on: Jul 05, 2023 04:58 PM