আবার গান গাইছেন মদন মিত্র

এবার হিপ হপ স্টাইলে গান গাইছেন মদন মিত্র। চেনা মুডে ধরা দিলেন তৃণমূল নেতা

|

Mar 24, 2021 | 3:31 PM

আবার গান গাইছেন মদন মিত্র। এবার হিপ হপ স্টাইলে। গানের মূল কথা খেলা হবে। স্টুডিওতে চেনা মুডে ধরা দিলেন তৃণমূল নেতা। জানালেন ভোটে জেতার ব্যাপারে আশাবাদী তিনি। জেতার পরে বেরোবে তার তিন নম্বর গান।  রেকর্ডিং এর ফাঁকে কথা বললেন টিভি নাইন বাংলার সঙ্গে।

আবার গান গাইছেন মদন মিত্র। এবার হিপ হপ স্টাইলে। গানের মূল কথা খেলা হবে। স্টুডিওতে চেনা মুডে ধরা দিলেন তৃণমূল নেতা। জানালেন ভোটে জেতার ব্যাপারে আশাবাদী তিনি। জেতার পরে বেরোবে তার তিন নম্বর গান।  রেকর্ডিং এর ফাঁকে কথা বললেন টিভি নাইন বাংলার সঙ্গে।