ঘরের রান্নার জিনিসপত্র প্রস্তুত রাখতে বললেন মমতা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2025 | 11:46 PM

বৃহস্পতিবার কৃষ্ণনগরের গর্ভমেন্ট কলেজের মাঠে জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গতকাল একটা খবর শুনলাম, জানি না সত্যি কি না। যাঁরা ঠাকুমা, ঠাকুরদার নাম দিয়েছে তাঁদের শুনানিতে ডাকা হবে, নাম বাদ দেওয়া হবে। যাঁরাই শুনানিতে যাবেন তাঁদের নাম বাদ দিয়ে দেবে।’

মমতা এদিন বলেন, “রোহিঙ্গা কোথা থেকে এল! এলে তো আসবে মণিপুর-নাগাল্যান্ড হয়ে আসবে। সেখানে কেন এসআইআর হচ্ছে না? অসমে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। মমতা বলেন, “নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো ? যেগুলো দিয়ে রান্না করে? শক্তি আছে তো?”

মমতার বার্তা, নাম কাটা হলে মেয়েরা সামনে থেকে লড়াই করবেন আর ছেলেরা পিছনে থাকবেন। তাঁর সংযোজন, ‘শুনানিতে যাবেন। ফাইট করবেন। সরকার মে আই হেল্প ইউ তৈরি করে দিচ্ছে। পার্টির লোকেরাও সাহায্য করবে।’