CM Mamata Banerjee: রাত পোহালেই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা
Durggangan: এটি কেবল প্রথাগত কোনও মন্দির নয়, বরং একে একটি পূর্ণাঙ্গ 'দুর্গাপীঠ' হিসেবে গড়ে তোলা হচ্ছে। যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সুদীর্ঘ ঐতিহ্য, পৌরাণিক গাথা এবং বাংলার সূক্ষ্ম শিল্পকলা এক ছাদের তলায় প্রদর্শিত হবে বলে জানা যাচ্ছে। কাজ চলছে পুরোদমে।
কলকাতা: মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বাধীন হিডকোএই প্রকল্পটি নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব পালন করছে। এই মেগা প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। এটি কেবল প্রথাগত কোনও মন্দির নয়, বরং একে একটি পূর্ণাঙ্গ ‘দুর্গাপীঠ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সুদীর্ঘ ঐতিহ্য, পৌরাণিক গাথা এবং বাংলার সূক্ষ্ম শিল্পকলা এক ছাদের তলায় প্রদর্শিত হবে। কাজ চলছে পুরোদমে। সোমবারই দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

