Africa’s Richest King Mansa Musa: সাত রাজার ধন বিশ্বের সবচেয়ে ধনী রাজার
তাঁর ক্রীতদাস ও পরিচারকরা পরে থাকতেন ১.৫ কেজি ওজনের সোনার গয়না। ধন সম্পদের নিরিখে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী রাজা ছিলেন তিনি। আফ্রিকার মালির রাজা মানসা মুসা। তার রাজকোষ ভরে উঠেছিল সোনার সম্পদে।
তাঁর ক্রীতদাস ও পরিচারকরা পরে থাকতেন ১.৫ কেজি ওজনের সোনার গয়না। ধন সম্পদের নিরিখে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী রাজা ছিলেন তিনি। আফ্রিকার মালির রাজা মানসা মুসা। তার রাজকোষ ভরে উঠেছিল সোনার সম্পদে। এত সোনা যে রাখবার জায়গা পর্যন্ত পেতেন না। আফ্রিকার বিভিন্ন স্বর্ণখনি থেকে সোনা উত্তোলন করে নিজের ভাণ্ডারে রাখতেন মানসা মুসা। তখন বণিকরা আফ্রিকায় যেতেন সোনা কিনতে।
ঐতিহাসিক গবেষকদের দাবি মুসার সম্পদের পরিমাণ ছিল ৩৩ লক্ষ কোটি টাকা। কোনও কোনও গবেষক আবার এই তথ্যকে নস্যাৎ করে বলেন এর থেকেও ঢের বেশি সম্পত্তি ছিল মুসার। এলন মাস্ক, মুকেশ আম্বানি বা গৌতম আদানির চেয়েও এই সম্পদ বহু গুণে বেশি। মাত্র ২৫ বছরের রাজত্বকালে মানুষা মুসা তৈরি করেছিলেন এই অগাধ সম্পত্তি। ১৩১২ থেকে ১৩৩৭ পর্যন্ত তিনি ছিলেন মালির রাজা। রাজা মুসা হজ করতে যান ১৩২৪এ। তার হজ কারবাঁয় ছিল শতাধিক উট, ১২,০০০ চাকর বাকর ও ৮,০০০ অনুগামী। হজ যাত্রার সময় মিশরের গাজার পিরামিডের সামনে তার একটি বিশাল তাঁবু পড়ে। গিনি সেনেগাল ও গাম্বিয়া জুড়ে বিস্তৃত ছিল মানসা মুসার সাম্রাজ্য। মানসা মুসার মৃত্যু হয় ১৩৩৭এ।