Martin Cooper: বর্তমানে মোবাইল আসক্তি দেখে অসন্তুষ্ট মোবাইলেরই আবিষ্কার মার্টিন কুপার

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 01, 2023 | 6:31 PM

সে সময়ের প্রযুক্তির কথা ভাবলে সেই আবিষ্কারের গুরুত্ব ছিল অপরিসীম। কুপার বলেছেন,'যখন দেখি কেউ রাস্তা পার হচ্ছেন। কিন্তু তাঁর হাতে রয়েছে মোবাইল এবং মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাস্তা পার হচ্ছে। তখন আমি বিধ্বস্ত হয়ে যায়। এর জেরে অনেকে গাড়ির তলায় চাপা পড়ছে। তা দেখেও বাকিরা নির্বিকার'

বর্তমান যুগে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অপরিহার্য। এই প্রজন্মের মোবাইল ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছেন মোবাইল ফোনের অন্যতম জনক। তাঁর নাতি-নাতনির বয়সীদের মোবাইল আসক্তি রীতিমতো চমকে দিয়েছে আমেরিকার এই ইঞ্জিনিয়ারকে। প্রায় ৫০ বছর আগের কথা। প্রথম মোবাইল ফোন তৈরি করেন মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। সেই ফোনের সঙ্গে আজকের মোবাইলের আকাশ-পাতাল তফাত। সে সময়ের প্রযুক্তির কথা ভাবলে সেই আবিষ্কারের গুরুত্ব ছিল অপরিসীম। কুপার বলেছেন,’যখন দেখি কেউ রাস্তা পার হচ্ছেন। কিন্তু তাঁর হাতে রয়েছে মোবাইল এবং মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাস্তা পার হচ্ছে। তখন আমি বিধ্বস্ত হয়ে যায়। এর জেরে অনেকে গাড়ির তলায় চাপা পড়ছে। তা দেখেও বাকিরা নির্বিকার’। ‘ফাদার অব দ্য সেল ফোন’ এখন ব্যবহার করেন অ্যাপলের তৈরি আইফোন। আইফোনের সাম্প্রতিকতম ভার্সনই থাকে তাঁর হাতে। সঙ্গে থাকে অ্যাপল ওয়াচও। কুপার যে ফোন বানিয়েছিলেন তার সঙ্গে আজকের ফোনের প্রযুক্তিগত বিস্তর ফারাক রয়েছে। তিনি যে মোবাইল দেখিয়েছিলেন গোটা বিশ্বকে তা ছিল অনেক ভারী,শক্ত এবং তার ভিতর ছিল জটিল সার্কিটে ভর্তি। আজকের হালকা, পাতলা মোবাইল দেখে নিজের আবিষ্কারের জয়যাত্রা প্রত্যক্ষ করছেন তিনি। যদিও এর ব্যবহারের ধরন খুশি করতে পারেনি তাঁকে।

Published on: Apr 01, 2023 06:31 PM