Maruti Suzuki Jimny: আগমী জুন মাসে আসতে চলেছে মারুতি জিমনি
আগামী জুন মাসে আসতে চলেছে মারুতি জিমনি। মারুতি জিমনি এর জন্য বুকিং শুরু হয়ে গেছে। জমা পড়েছে ২৪,৫০০ বুকিং। এই গাড়ির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। এই গাড়িতে ৫টি দরজা থাকবে। মারুতি জিমনি ২টি ভেরিয়েন্ট বাজারে আসবে বলে শোনা যাচ্ছে।
আগামী জুন মাসে আসতে চলেছে মারুতি জিমনি। মারুতি জিমনি এর জন্য বুকিং শুরু হয়ে গেছে। জমা পড়েছে ২৪,৫০০ বুকিং। এই গাড়ির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। এই গাড়িতে ৫টি দরজা থাকবে। মারুতি জিমনি ২টি ভেরিয়েন্ট বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। এই গাড়ির চাহিদা এতটাই বেশি যে, গাড়ি পেতে গ্রাহকদের ৬-৭ মাস অপেক্ষা করতে হবে। মারুতি জিমনি SUV অফ-রোডিংয়ের জন্য খুবই ভাল। এই গাড়িতে ৬টি এয়ারব্যাগ,স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল,রিয়ার ভিউ ক্যামেরা আছে। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধা পাবেন এই গাড়িতে। ইঞ্জিনের ক্ষমতা ১০৫ হর্সপাওয়ার। পাথুরে রাস্তাতেও এই গাড়ি যেতে সক্ষম অলগ্রিপ প্রো 4×4 সিস্টেমের জন্য। পার্ল আর্কটিক হোয়াইট, ব্লুইশ ব্ল্যাক ও কাইনেটিক ইয়েলো রঙে পাওয়া যাবে এই গাড়ি। মারুতি সুজুকি জিমনির এক্স-শোরুম দাম প্রায় ১২ লাখ টাকা।