BLO Protest: ‘আমরা কি অপরাধী?’ ফের বিক্ষোভে বিএলও-রা

| Edited By: জয়দীপ দাস

Dec 23, 2025 | 9:02 PM

BLO Protest in Kolkata: বিক্ষোভস্থল থেকেই এক বিএলও বলছেন, “আমরা দেখা করতে এলে বারবার আটকে দেওয়া হচ্ছে। কেন আটকাবে? আমরা কী ক্রিমিনাল? আমাদের দাবিটুকুও শুনতে চাইছে না। আমরা কি অপরাধী? কেন এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হচ্ছে?”

কলকাতা: আগেও দফায় দফায় আছড়ে পড়েছে বিক্ষোভ। সুর চড়িয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। ফের সিইও দফতরের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। ব্যারিকেড ঠেলে এগনোর চেষ্টা। তাঁদের একটাই কথা, কাজের চাপ তাঁরা আন নিতে পারছেন না। কথা বলতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। বিক্ষোভস্থল থেকেই এক বিএলও বলছেন, “আমরা দেখা করতে এলে বারবার আটকে দেওয়া হচ্ছে। কেন আটকাবে? আমরা কী ক্রিমিনাল? আমাদের দাবিটুকুও শুনতে চাইছে না। আমরা কি অপরাধী? কেন এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হচ্ছে?” 

Published on: Dec 23, 2025 09:02 PM