SIR: দিল্লিতে হতে চলেছে মতুয়া সমাবেশ
Matua in Delhi: এসআইআর শুরু হতেই বারবার মতুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতাবালা। তাঁর মতে, এসআইআর হলে সবথেকে বেশি বেকায়দায় পড়বে মতুয়ারাই। তাঁদের সম্প্রদায়ের মানুষেরই সবথেকে বেশি সংখ্যক নাম বাদ যাবে।
এবার দিল্লিতে হতে চলেছে মতুয়া সমাবেশ। নেতৃত্বে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। ডিসেম্বরেই রাজধানীতে এসআইআর বিরোধী সভার ডাক দেওয়া হয়েছে বলে খবর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকেই হবে দিল্লি অভিযান। এসআইআর শুরু হতেই বারবার মতুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতাবালা। তাঁর মতে, এসআইআর হলে সবথেকে বেশি বেকায়দায় পড়বে মতুয়ারাই। তাঁদের সম্প্রদায়ের মানুষেরই সবথেকে বেশি সংখ্যক নাম বাদ যাবে। অন্যদিকে পাল্টা মমতাবালাকে লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে শান্তনু ঠাকুরকেও।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

