Maynaguri Dengue News: ডেঙ্গি নিয়ে চেয়ারম্যান-BMOH কাজিয়া

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 12, 2023 | 9:15 PM

গত দু মাসে ময়নাগুড়িতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। আর এই নিয়ে BMOH কে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান। তার অভিযোগ ময়নাগুড়ি হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন নতুন BMOH ডাক্তার সীতেশ বর।

গত দু মাসে ময়নাগুড়িতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত।আর এই নিয়ে BMOH কে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান। তার অভিযোগ ময়নাগুড়ি হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন নতুন BMOH ডাক্তার সীতেশ বর। ময়নাগুড়িতে ডেঙ্গুর বাড় বাড়ন্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান তথা ময়নাগুড়ির প্রাক্তন তৃনমূল বিধায়ক অনন্ত দেব অধিকারী। তার অভিযোগ BMOH দায়িত্বজ্ঞানহীন। হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন। এর বিরুদ্ধে CMOH কে অভিযোগ করবেন বলে জানান চেয়ারম্যান। চেয়ারম্যান এর অভিযোগ প্রসঙ্গে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সীতেশ বর বলেন উনি আমার চেয়ে বয়সে অনেক বড়। তার সাথে আমার কোনও বাক বিতন্ডা নেই। আমি ফোন করলে উনি ধরেন না। ডেঙ্গু বাড়বাড়ন্ত প্রসঙ্গে তিনি বলে ব্লকের কয়েকটি যায়গা থেকে ডেঙ্গু আক্রান্তের খবর আসবার পর আমরা যথোপযুক্ত ব্যাবস্থা নিয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য ময়নাগুড়ি ব্লকে জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৪ জন। গত জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো মাত্র ৫ জন। কিন্তু গত দুমাসে নতুন করে ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এখোনও পর্যন্ত কেউ মারা যায়নি