Medical And Engineering Study: এবার বাংলাতেও পড়া যাবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং
MBBS Study: দিন বদলের শুরু। শুধু ইংরেজি নয়, ডাক্তারি পড়া যাবে এবার বাংলা, হিন্দি সহ মোট ৬টি ভারতীয় ভাষাতেও।
দিল্লি: এতদিন দেশে শুধুমাত্র ইংরেজিতেই পড়ানো হত ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং। এবার সেই দিন শেষের পালা। আর শুধু ইংরেজি নয়, ডাক্তারি পড়া যাবে এবার বাংলা, হিন্দি সহ মোট ৬টি ভারতীয় ভাষাতেও। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার মধ্যপ্রদেশের ভোপালে একটি অনুষ্ঠানে মেডিক্যালের প্রথম হিন্দি ভাষায় অনুদিত বইয়ের উদ্বোধন করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক ভাষাতেও মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ানোর ডাক দিয়েছিলেন। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকার সেই ইচ্ছা প্রথম পূরণ করল।” যদিও এই সিদ্ধান্তের সমালোচনা করে অনেকে বলছেন, বাংলা সহ স্থানীয় ভাষায় মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পড়ানো বাস্তবসম্মত নয়। ক্লাসে পড়ানোর ভাষা ইংরেজি হওয়া ঠিক। পড়ুয়াদের সুবিধার্থে স্থানীয় ভাষায় কিছু সহায়ক বই থাকতে পারে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধীরাও। তাঁদের দাবি, গোটা সিদ্ধান্তই সঙ্ঘ পরিবারের ভাবনার একটা অংশ।