Merlin Group New Logo: আধুনিক ব্র্যান্ডিং, নতুন লোগো প্রকাশ করল মার্লিন গ্রুপ
প্রকাশিত হল মার্লিন গ্রুপের নতুন লোগো। এই নতুন লোগোর মাধ্যমে বোঝানো হয়েছে অনেকগুলি বিষয় - মার্লিন একটি দ্রুত বিকাশশীল সংস্থা, পণ্যের গুণমান রক্ষার ব্যাপারে সে কোনও আপস করে না, সে সৃজনশীল, ক্রেতা-সন্তুষ্টিতে সদাই সচেষ্ট এই সংস্থা। বস্তুত, এই গুণগুলির জন্যই বিনিয়োগকারী ও ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে মার্লিন গ্রুপ।
কলকাতা: গত চার দশকের বেশি সময় ধরে রিয়েল এস্টেট জগতে নেতৃত্বের স্থানে রয়েছে মার্লিন গ্রুপ। আজ তারা গ্রুপের কর্পোরেট ব্র্যান্ডকে নতুন করে সকলের সামনে তুলে ধরল। প্রকাশিত হল তাদের নতুন লোগো। এই নতুন লোগোর মাধ্যমে বোঝানো হয়েছে অনেকগুলি বিষয় – মার্লিন একটি দ্রুত বিকাশশীল সংস্থা, পণ্যের গুণমান রক্ষার ব্যাপারে সে কোনও আপস করে না, সে সৃজনশীল, ক্রেতা-সন্তুষ্টিতে সদাই সচেষ্ট এই সংস্থা। বস্তুত, এই গুণগুলির জন্যই বিনিয়োগকারী ও ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে মার্লিন গ্রুপ।
নয়া লোগো ছাড়াও, নতুন ওয়েবসাইট ও নতুন ডিজাইন সিস্টেমের মাধ্যমে সংস্থার আধুনিক ব্র্যান্ডিং করা হয়েছে। মার্লিন গ্রুপের চেয়ারম্যান, সুশীল মোহতা বলেছেন, “১৯৯০ সালে রিয়েল এস্টেট ক্ষেত্রে কর্পোরেট ব্র্যান্ডিং ধারণাটি একেবারেই নতুন ছিল। সেই সময় মার্লিন গ্রুপই প্রথম ব্র্যান্ডিং করেছিল। ব্র্যান্ডেড রিয়েল এস্টেট কোম্পানি হিসাবে অগ্রণী ছিলাম আমরা। গত চার দশকে আমরা এই ব্র্যান্ডকে সম্মানজনক জায়গায় নিয়ে এসেছি। কারণ আমাদের সংস্থা নির্মাণ এবং গ্রাহকদের সেবায় ধারাবাহিকতা এবং গ্রাহক ও অংশীদারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে চলে। নতুন নতুন নকশা তৈরি ও উন্নয়নের ক্ষেত্রেও আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করেছি।”