Messi Tour Kolkata: ভাঙা চেয়ার, ছেঁড়া কার্পেট ছড়ানো, ১৪ বছর আগে এই মাঠেই…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 14, 2025 | 12:41 AM

Yuba Bharati Stadium: এদিনের অনুষ্ঠানে ন্যূনতম টিকিটের দাম ছিল ৩৫০০ টাকা। এর মধ্যে আবার চড়া দামে বিক্রি হয়েছে জলের বোতন থেকে পপকর্নের প্যাকেট। তারপরও মেসিকে দেখতে পাননি অনেকেই। যুবভারতীতে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। মাঝপথ থেকে ফিরতে হয় তাঁকে।

১৪ বছর আগে এই মাঠেই ফুটবল খেলেছিলেন লিওনেল মেসি। তাঁর আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল এই মাঠেই। অনেকেই সেই স্মৃতির কথা বলেছেন শনিবার। এমনকী কুণাল ঘোষও সেই দিনের স্মৃতিচারণ করেছেন। আর আজ সেই স্টেডিয়ামের ছবি লজ্জার নজির তৈরি করল গোটা দেশের সামনে। ফুটবলের মক্কা কলকাতায় মাঠের এ কী হাল! ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল চেয়ার, ভাঙা হল হোর্ডিং, ছেঁড়া হল কার্পেট। এমনকী আগুন জ্বালিয়ে দেওয়ার ছবিও দেখা গিয়েছে। মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ জনতা এদিন যা করল…।