Messi Tour in Kolkata: মেসিকে কলকাতায় এনে ‘হিরো’ নয়, হলেন ‘খলনায়ক’, গ্রেফতার উদ্যোক্তা শতদ্রু

|

Dec 13, 2025 | 6:11 PM

Messi Tour Top Manager Arrested: শনিবার মেসির কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি। রণক্ষেত্র হল যুবভারতীয় ক্রীড়াঙ্গন। কেউ চেয়ার ভাঙল, কেউ ভাঙল স্ক্রিন। আগুন ধরিয়ে দেওয়া হল বিশিষ্টদের জন্য আনা সোফাতেও। অভিযোগ একটাই, মন্ত্রী-কর্তাদের ঘেরাটোপে দেখা মিলল না মেসির।

কলকাতা: মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, তদন্ত কমিটি গঠনের। রাজ্যপাল নির্দেশ দিলেন, দ্রুত গ্রেফতার করার। শনিবার মেসির কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি। রণক্ষেত্র হল যুবভারতীয় ক্রীড়াঙ্গন। কেউ চেয়ার ভাঙল, কেউ ভাঙল স্ক্রিন। আগুন ধরিয়ে দেওয়া হল বিশিষ্টদের জন্য আনা সোফাতেও। অভিযোগ একটাই, মন্ত্রী-কর্তাদের ঘেরাটোপে দেখা মিলল না মেসির।

এরপরেই গ্রেফতার করা হল মেসিকে ভারতে নিয়ে আসা উদ্য়োগপতি শতদ্রু দত্তকে। শনিবার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পাশাপাশি, এই ঘটনার পর আগত দর্শকদের যাতে টিকিটের টাকা ফেরত দেওয়া যায়, সেই নিয়েও উদ্যোক্তা সংস্থাকে পরামর্শ দিয়েছে পুলিশ।