Amul Milk Price Hike: দুধ এবার আরও দামি!
দাম বাড়ল আমূল দুধের। প্রতি দুধের প্যাকেটে ২ টাকা করে দাম বাড়াল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন।
দাম বাড়ল আমূল দুধের। প্রতি দুধের প্যাকেটে ২ টাকা করে দাম বাড়াল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। দেশের সব জায়গায় এই দাম বাড়ছে না। দুধের দাম বাড়ল কেবলমাত্র সৌরাষ্ট্র,আমেদাবাদ ও গান্ধীনগরের বাজারে। ১ এপ্রিল থেকেই কার্যকর এই নয়া দাম। দাম বাড়ার পর ৫০০ মিলিলিটার আমূল গোল্ডের দাম হল ৩২ টাকা। ৫০০ মিলি আমূল স্ট্যান্ডার্ড ও আমূল তাজা-র দাম হয়েছে ২৯ টাকা ও ২৬ টাকা। ৫০০ মিলি আমূল টি স্পেশ্যালের দাম হল ৩০ টাকা। ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম সেই রাজ্যে দাম বাড়ল আমূল দুধের। এর আগে গত বছর অগস্টে প্রতি লিটার দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছিল আমূল। ২০১৩ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ৮ টাকা বেড়েছিল আমূল দুধের দাম। গ্রীষ্মকালে দুধের উৎপাদন কমে যায়। এই কারণে দুধ উৎপাদনকারী সংস্থাগুলিকে গবাদি পশুপালকদের বেশি টাকা দিতে হয়। আরও বাড়তে পারে দুধের দাম ।