Mimi Chakraborty: কোন তালিকায় নাম লেখালেন অভিনেত্রী, ছড়িয়ে পড়ল খবর
ওটিটি-তে হাতেখড়ি এবার অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর। নাম, 'যাহা বলিব সত্য বলিব'। চন্দ্রাশিস রায় পরিচালিত এই ওটিটিতে উকিলের ভুমিকায় দেখা যাবে মিমিকে। বিপরীতে থাকছেন টোটা রায় চৌধুরী।
সেজে উঠল উদয়পুর
শুক্রবার সকাল-সকাল দিল্লি থেকে উদয়পুরের উদ্দেশে রওনা দিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। হবু দম্পতীকে স্বাগত জানাতে সেজে উঠেছিল উদয়পুরের বিমানবন্দর। বন্ধ ছিল রাস্তার মোট ১৫টি পয়েন্ট।
আজই মেহেন্দি
উদয়পুরে পৌঁছেই শুরু বিয়ের অনুষ্ঠান। রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর বিয়ে, শুক্রবার রাতেই মেহেন্দি সারবেন পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার হাত ধরে প্রবেশ করলেন লীলাবতী-তে। এখন কেবল পলক গোনার পালা।
ধুম ৪-এ শাহরুখ
রোম্যান্সের পাশাপাশি যে অ্যাকশন হিরো হিসেবেও শাহরুখ খানই অন্যতম, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন কিং খান। ‘পাঠান’, ‘জওয়ান’ তার অন্যতম উদাহরণ। এবার সেই তালিকায় কি যুক্ত হতে চলেছে ‘ধুম ফোর’? বলিপাড়ায় নয়া গুঞ্জণ তুঙ্গে।
বিস্ফোরক নয়নতারা
বলিউডে নাকি তিনি ছবি করবেন না। ‘জওয়ান’-এ দীপিকা পাড়ুকোনের দাপট দেখে এমনটাই নাকি স্থির করেছেন নয়নতারা। কিন্তু এসব খবর মিথ্যে। এবার মেজাজ হারিয়ে সরব দক্ষিণী অভিনেত্রী। স্পষ্ট হুমকির সুরে জানিয়ে দিলেন, ”এমন খবর রটতে থাকলে আমি মানহানি মামলা করব। আমায় নিয়ে মিথ্যে খবর ছড়াবেন না।”
দেবের চমকে যাওয়া লুক
একের পর এক চমক এখন দেবের ঝুলিতে। পুজোতেই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’। সেখান থেকেই নিজের এক লুক শেয়ার করে এবার সকলকে চমকে দিলেন তিনি, ক্ষতবিক্ষত মুখ। ‘এটা দেব? এও সম্ভব?’ একপলকে যে বিশ্বাসই করতে পারছে না নেটপাড়া।
উকিলের চরিত্রে মিমি
ওটিটি-তে হাতেখড়ি এবার অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর। নাম, ‘যাহা বলিব সত্য বলিব’। চন্দ্রাশিস রায় পরিচালিত এই ওটিটিতে উকিলের ভুমিকায় দেখা যাবে মিমিকে। বিপরীতে থাকছেন টোটা রায় চৌধুরী।
কিছুই জানেন না শারিফুল
এ-ও সম্ভব! বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ও শারিফুল-এর বিবাহ বিচ্ছেদের খবর। নোটিস পাঠিয়েছেন পরীমনি। কিন্তু শারিফুলের কথায়, তিনি নাকি এই বিষয় কিছুই জানেন না। শুনে রীতিমত অবাক সকলে।
TRP-তে সেরা কে?
বেশ কয়েকমাস ধরে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক প্রথম স্থান দখলের লড়াইয়ে সামিল। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর ৮.৯, মাত্র পয়েন্ট একে পিছিয়ে দ্বিতীয় স্থান পেল ‘জগদ্ধাত্রী’।
উত্তরবঙ্গে ‘একেন’ শুট
শেষ সপ্তাহে ‘একেন’-টিম রওনা দিয়েছিল উত্তরবঙ্গে। সেখানেই বর্তমানে রমরমিয়ে চলেছে সপ্তম সিরিজের শুট। অনির্বাণ ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়ের যুগবন্দি এবার আর বড়পর্দায় নয়। মুক্তি পাবে হইচই ওটিটি-তে।