Sundarbans Rain Update: প্লাবন যন্ত্রণায় মিনাখাঁ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 04, 2023 | 8:05 PM

বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের মালঞ্চ সরকার পাড়া এলাকায় বর্ষার জলযন্ত্রণা, অন্যদিকে চকআমোদপুর এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। চরম আতঙ্কে গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরেই বর্ষায় এবং ভরা কোটালে জলযন্ত্রণায় ভুগছে এলাকার সাধারণ মানুষ।

বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের মালঞ্চ সরকার পাড়া এলাকায় বর্ষার জলযন্ত্রণা, অন্যদিকে চকআমোদপুর এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। চরম আতঙ্কে গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরেই বর্ষায় এবং ভরা কোটালে জলযন্ত্রণায় ভুগছে এলাকার সাধারণ মানুষ। বিদ্যাধরী নদীর খালপাড় দিয়ে তৈরি হয়েছে একটি কালভার্ট। আর যে কালভার্টের উপর দিয়েই ছাপিয়ে গ্রামে ঢুকছে জল।

গ্রামবাসীদের আতঙ্ক, রাত হলেই এই বুঝি জল ঘরের মধ্যে ঢুকলো! আতঙ্কে থাকেন গ্রামের শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধারাও। বিদ্যাধরী নদী বাঁধের অবস্থা খারাপ থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। মাঝেমধ্যে নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে এলাকায়, যার কারণে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ইতিমধ্যে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন মিনাখাঁর জনপ্রতিনিধি হোসেন গাজী সহ একাধিক নেতৃত্ব। এলাকার জনপ্রতিনিধিরা আশ্বস্ত করেছেন, যত শীঘ্র সম্ভব এই জল যন্ত্রণা থেকে গ্রামবাসীদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

জলযন্ত্রণায় ভুক্তভোগী গ্রামবাসীরা জনপ্রতিনিধিকে দেখে তাদের অভাব অভিযোগগুলো বলতে শুরু করেন। এছাড়াও অক্টোবরে বর্ষা বিদায়ের আগে আশ্বিনের এই অকাল বর্ষণে যেমন সাধারণ মানুষের কপালে দুর্ভোগের ভাঁজ পড়েছে, ঠিক তেমনি ফসলের গোড়ায় জমছে জল। যার ফলে সামনে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের সামনে জিনিসপত্রের এবং সব্জির আকাশ ছোঁয়া মূল্য সাধারণ মানুষকে যথেষ্ট ভাবতে শুরু করেছে।