Mithun Chakraborty: ‘এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে…’, তৃণমূলকে তোপ মিঠুনের

| Edited By: Avra Chattopadhyay

Dec 24, 2025 | 7:19 PM

Mithun Chakraborty Attacks TMC: এরপরেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের পক্ষে রয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। মিঠুনের কথায়, 'বাংলাদেশে মানুষ মরল, মানবিকতার খাতিরে এখানে প্রতিবাদ হল। কিন্তু পুলিশ তাঁদের গ্রেফতার করল। অর্থটা খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের পক্ষে। এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে ছাড়বে।'

হুগলি: চন্দনগরে পরিবর্তন সংকল্প যাত্রায় মিঠুন চক্রবর্তী। রাজ্যের শাসকদলকে দুষে একের পর এক তোপ দাগলেন অভিনেতা। বললেন, ‘বাংলাদেশে নৃশংস ভাবে কাউকে মারার প্রতিবাদে এখানে মিছিল বেরিয়েছিল। তাঁদেরও পুলিশ গ্রেফতার করল।’

এরপরেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের পক্ষে রয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। মিঠুনের কথায়, ‘বাংলাদেশে মানুষ মরল, মানবিকতার খাতিরে এখানে প্রতিবাদ হল। কিন্তু পুলিশ তাঁদের গ্রেফতার করল। অর্থটা খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের পক্ষে। এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে ছাড়বে।’