Mithun Chakraborty, Dadasaheb Phalke Award 2024: পুরস্কার পাচ্ছেন মিঠুন, আনন্দে আত্মহারা মমতা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 01, 2024 | 12:06 AM

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে এই সুখবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। এই দিনেই তাঁর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

মিঠুনের সাফল্য

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে এই সুখবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। এই দিনেই তাঁর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

টলিপাড়ার উচ্ছ্বাস

দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে মিঠুন চক্রবর্তীকে। তাঁর সাফল্যে খুশি টলিপাড়ার সবাই। প্রসেনজিত্‍ চট্টোরপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই বললেন এই পুরস্কার অভিনেতারই প্রাপ্য। তাঁদের কাছে মিঠুন চক্রবর্তী অনুপ্রেরণা। সকলেই খুশি এই খবরে।

মমতা শঙ্করের প্রতিক্রিয়া

সকাল সকাল মিঠুন চক্রবর্তীর সাফল্যের খবর পেয়ে খুশি মমতা শঙ্কর। তাঁর মনে হচ্ছে তিনি নিজেই এই পুরস্কর পেয়েছেন। এককালে মমতা শঙ্কর এবং মিঠুনের সম্পর্ক নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। যদিও সে সব কিছুই অতীত। নায়কের সাফল্যে নিজের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শ্রেয়ার দুঃখ

মা হয়ে ছোট্ট সন্তানকে ছেড়ে দূরে কাজ করতে যাওয়া খুব কষ্টের সেই অনুভূতিই নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ছেলের একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে আকাশে প্লেন উড়ে যাওয়া দেখছে খুদে। যা দেখে গায়িকার অপরাধবোধ হচ্ছে সে কথাও জানান।

ছবি দেখতে গিয়ে মৃত্যু ভক্তের
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘দেভারা পার্ট ১’। ওই ছবিই দেখতে গিয়েছিলেন জাহ্নবী-এনটিআরের এক ভক্ত। অন্ধপ্রদেশের অপ্সরা সিনেমা হলে চলছিল সিনেমাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মস্তান ভেল্লি নামক ওই ব্যক্তি প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে চোখের সামনে দেখে বেশ উত্তেজিত ছিলেন। নাচতেও দেখা যায় তাঁকে। সিনেমা তখন মাঝপথে। আচমকাই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

বিপদে তুষার
বড় বিপত্তিতে অভিনেতা তুষার কাপুর। সোশ্যাল মিডিয়ায় পারছেন না থাকতে। কারণ জানালেন নিজেই। লিখলেন, আমার পাবলিক এবং প্রাইভেট দুই ফেসবুক অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে। আমি এবং আমার টিম পরিস্থিতি সমাধান করতে এবং অ্যাকাউন্টগুলি ফিরে পাওয়ার চেষ্টা করছি। পাশে থাকার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য সকলকে ধন্যবাদ।

কঙ্গনার গাড়ি
নতুন বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা রানাওয়াত! তিনি নিজেকে ৩ কোটি টাকার একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি LWB উপহার দিলেন। প্রযোজনার জন্য তিনি ৩২ কোটি টাকার বিনিময়ে পালি হিলে তাঁর বাংলোটি বিক্রি করেছিলেন। সেই টাকা থেকেই তিনি নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনলেন।

রণবীরের উচ্ছ্বাস
অ্যান্টিলিয়ায় অলিম্পিক ও প্যারালিম্পিক জয়ীদের জন্য বিশেষ সেলিব্রেশনের আয়োজন করেন নীতা আম্বানি। হাই প্রোফাইল গেস্ট তালিকায় ছিলেন রণবীর সিংও। পাপারাৎজিদের সামনে পোজ দিতে গিয়ে উৎসাহে বেশ জোরেই বলে ওঠেন, ‘বাবা হয়ে গেছি রে…’!

স্বামীকে হারালেন অভিনেত্রী সুভদ্রা
পুজোর আগে মন খারাপের খবর। অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। আচমকাই প্রয়াত অভিনেত্রীর স্বামী ফিরোজ। তাঁদের দুই ছেলে মেয়ে। ছেলে বাইরে থাকেন। রবিবার রাতে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে উঠে সকলের সঙ্গে কথাও বলেন। তার পর আচমকা বাড়িতেই স্ট্রোক হয়ে যায় তাঁর। শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অভিনেত্রীর স্বামীর।

Published on: Oct 01, 2024 12:05 AM
Durga Puja: জানেন ঠিক কোন কারণের জন্য চালু হয়েছিল বারোয়ারি দুর্গাপুজো?
Dr. Chandan Sen: চিকিৎসকদের মিছিল থেকেই ফিরে এল ডঃ চন্দন সেনের নাম, কে তিনি?
Durga Puja: জানেন ঠিক কোন কারণের জন্য চালু হয়েছিল বারোয়ারি দুর্গাপুজো?
Dr. Chandan Sen: চিকিৎসকদের মিছিল থেকেই ফিরে এল ডঃ চন্দন সেনের নাম, কে তিনি?