AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakraborty Health Update: মিঠুনের শারীরিক অবস্থা নিয়ে কী বললেন দেবশ্রী-রাজ ?

Mithun Chakraborty Health Update: মিঠুনের শারীরিক অবস্থা নিয়ে কী বললেন দেবশ্রী-রাজ ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 10, 2024 | 11:21 PM

Share

শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এমআরআই করা হয়েছে অভিনেতার। ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে কলকাতা এসেছিলেন মিঠুন।

অসুস্থ মিঠুন
শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, এমআরআই করা হয়েছে অভিনেতার। ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে কলকাতা এসেছিলেন মিঠুন।

কী বললেন মিঠুনের পুত্র মিমো?
‌বাবা হাসপাতালে ভর্তি। মুম্বই থেকে মিঠুনের পুত্র মিমো TV9 বাংলাকে বলেছেন, “আমার বাবা ভাল আছেন। তাঁর রুটিন চেকআপ করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাবার সুগার লেভেল চেক করানোর জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’

দেখতে গেলেন দেবশ্রী
অভিনেতা-প্রযোজক-বিধায়ক সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি ‘শাস্ত্রী’ ছবিতে জ্যোতিষীর চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। সেটাই মুখ্য চরিত্র। ছবিতে রয়েছেন দেবশ্রী রায়। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। বেরিয়ে এসে বলেছেন, “মিঠুনদা ভাল আছেন। কথা বলছেন। চিন্তার কোনও কারণ নেই।”

রাজ কী বলছেন?
রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরিয়ে রাজ বলেন, “যা রটেছে, সব মিথ্যে। ওঁর সুগার লেভেল একটু পড়ে গিয়েছিল। এখন সব ঠিক আছে। আগামীকালই ছেড়ে দেওয়া হবে।”

বোমা ফাটালেন সুমন
হাসপাতাল থেকে ফিরে এসেই তাঁকে নিয়ে যাবতীয় সমালোচনার জবাবে বোমা ফাটিয়েছেন কবীর সুমন। এক পোস্টে তিনি লেখেন, “দীর্ঘকাল বেঁচে থেকে বুঝলাম বড্ড বেশিরভাগ বঙ্গভাষী বিশ্বাস করেন চরিত্র থাকে জননেন্দ্রিয়ে। কোনও পুরুষ একাধিক মহিলার সঙ্গে শয়ন করলেই তার চরিত্র খারাপ। মহিলাদের বেলাতেও একই মাপকাঠি। বড্ড বেশি বঙ্গভাষী আমায় ঘৃণা করেন আমি একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে। বুঝেছি মূল জায়গাটা ঈর্ষা। তারাও চায়। পায় না। পেরে ওঠে না। তাই।”

‘শাস্ত্রী’তে নেই খরাজ মুখোপাধ্যায়
‘শাস্ত্রী’ ছবিতে অভিনয় করছেন না খরাজ মুখোপাধ্যায়। এ দিকে, ছবির সঙ্গে যুক্ত শিল্পীদের তালিকার নাম রয়েছে তাঁর। বিষয়টি সম্পর্কে জানতে পেরে ভীষণই অবাক হয়েছেন খরাজ। TV9 বাংলাকে বলেছেন, “আমি কিন্তু ‘শাস্ত্রী’তে অভিনয় করছি না। অনেকদিন আগে প্রযোজক সোহম চক্রবর্তী এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তারপর আমার সঙ্গে তাঁরা আর কোনও যোগাযোগ করেননি। এটা সম্পূর্ণ মিথ্যা খবর।”

নতুন বন্ধুত্ব?
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন বন্ধুত্ব নিয়ে কিছু দিন ধরেই চর্চা চলছিল টলিপাড়ায়। তবে শুধু শুভশ্রীর সঙ্গেই বন্ধুত্ব এমনটা কিন্তু নয়। ভালবাসার সপ্তাহে নায়িকা কাছে টেনে নিলেন শুভশ্রীর দিদি দেবশ্রীকেও। সেই ছবি দেখেই নেটিজেনরা আভাস পাচ্ছেন নতুন এক বন্ধুত্বের।

প্রেমে ভরপুর বিবাহবার্ষিকী
তাঁদের নিয়ে নানা রটনা। মাঝেমধ্যেই শোনা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদারের মধ্যেকার সম্পর্ক একেবারেই ভাল নেই। কিছু মাস আগেই রাহুলের সঙ্গে এক সহ-অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন নিয়ে কম আলোচনা হয়নি। তবে সে সব অতীত। চার বছরের বিবাহবার্ষিকীতে এই সব গসিপকেই একেবারে চুপ করিয়ে দিলেন ওঁরা। স্ত্রীর জন্য ভালবাসার বার্তা পাঠালেন প্রীতি।

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং
স্বামী আদিত্য ধরের আসন্ন ছবি ‘আর্টিকল ৩৭০’তে অভিনয় করছেন ইয়ামি গৌতম। ছবির শুটিং করার সময় জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার প্রতিকূলতা সম্পর্কে ইয়ামি মুখ খুলেছেন সম্প্রতি। বলেছেন, “এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য। আদিত্য ছিল বলে বিষয়টা কঠিন হয়নি। তিনি আমাকে নিয়ে গর্বিত।”