Purbasthali News: দেশীয় প্রথম সংবাদপত্রের প্রতিষ্ঠাতার স্মৃতিতে সংগ্রহশালা করতে উদ্যোগী বিধায়ক

Purbasthali News: দেশীয় প্রথম সংবাদপত্রের প্রতিষ্ঠাতার স্মৃতিতে সংগ্রহশালা করতে উদ্যোগী বিধায়ক

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 16, 2023 | 4:43 PM

দেশীয় ভাষায় প্রথম বাংলা সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যকে স্মরণ রাখতে, প্রতি বছরই ১৫ই মে তার স্মৃতিতে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তার স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন সেই স্মরণ সভা অনুষ্ঠিত হয় বহড়া গ্রামে। হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়

পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহড়া গ্রামে গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মৃতিতে সংগ্রহশালা করতে উদ্যোগী হল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। একই সাথে ওই এলাকায় তার নামে একটি রাস্তা করা হবে বলে এদিন সোমবার জানান বিধায়ক তপনবাবু। দেশীয় ভাষায় প্রথম বাংলা সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যকে স্মরণ রাখতে, প্রতি বছরই ১৫ই মে তার স্মৃতিতে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তার স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন সেই স্মরণ সভা অনুষ্ঠিত হয় বহড়া গ্রামে। হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচী, সহ গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির বিভিন্ন কার্যকর্তা ও প্রবীণ নবীন সাংবাদিকরা। উল্লেখ্য ১৮১৮ সালে ১৫ ই মে আজকের দিনে গঙ্গা কিশোর ভট্টাচার্য পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বহড়া গ্রামে নিজের ছাপাখানায়, বাঙ্গাল গেজেট নামে একটি পত্রিকা দেশীয় ভাষায় প্রথম প্রকাশ করে আজকের দিনে,গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজকের দিনেই সেখানে তার স্মরণ সভার আয়োজন করা হয়। সেই স্মরণ সভা থেকেই আজ বিধায়ক তপন চট্টোপাধ্যায় সংগ্রহশালার ঘোষণা করার পরেই ভিত্তি প্রস্তর স্থাপন করেন এদিন সোমবার।