Bangladesh Protest: দাউদাউ করে জ্বলছে আওয়ামী লিগের অফিস! বাংলাদেশের অবস্থা দেখুন
Bangladesh Protest: একের পর এক প্রথম সারির সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর-আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাড় পায়নি আওয়ামী লিগের অফিসও। রাজশাহীতে আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেয় উন্মুত্ত জনতা। এই ভাঙচুর- হামলার পিছনে জামাত সমর্থক ও কট্টরপন্থীদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু। মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল ওসমানের। সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। আর তাঁর মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। একের পর এক প্রথম সারির সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর-আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাড় পায়নি আওয়ামী লিগের অফিসও। রাজশাহীতে আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেয় উন্মুত্ত জনতা। এই ভাঙচুর- হামলার পিছনে জামাত সমর্থক ও কট্টরপন্থীদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।