AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election: মোদী-নীতীশ রঙে গেরুয়া হল বিহার, উড়ে গেল মহাজোট

Bihar Election: মোদী-নীতীশ রঙে গেরুয়া হল বিহার, উড়ে গেল মহাজোট

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Nov 14, 2025 | 8:17 PM

Share

Modi-Nitish: কার্যত খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। ধরাশায়ী র দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়ার পথে বিজেপি-জেডিইউ। অন্যদিকে বিরোধীরা ঘোরাফেরা করল ৩০ আসনের আশপাশে। খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের দল।

কলকাতা: এবার নীতীশ কুমারেও আস্থা রাখছে বিহার। রেজাল্ট বের হতেই দেখা যায় ডাবল সেঞ্চুরি করে ফেলেছে এনডিএ জোট। কার্যত খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। ধরাশায়ী র দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়ার পথে বিজেপি-জেডিইউ। অন্যদিকে বিরোধীরা ঘোরাফেরা করল ৩০ আসনের আশপাশে। খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের দল। অন্যান্যরাও যে বিশেষ সুবিধা করতে পারল এমনটা নয়। এবার বিজেপির নজর বাংলায়।