Mohammed Siraj: বিয়ের পিঁড়িতে আরও এক ভারতীয় ক্রিকেটার
Cricketer's Marriage: বিয়ের মরসুম ভারতীয় ক্রিকেটে। বিশ্বকাপজয়ী দলের সদস্যের বিয়ে সামনেই। খবর সূত্রে। সামিদের সতীর্থের বিয়ে নিয়ে এখন ভারতীয় ক্রিকেটে আলোচনা তুঙ্গে।
ভারতীয় ক্রিকেট দলে ক্রমশ অপরিহার্য হয়ে উঠছেন মহম্মদ সিরাজ। এবারের বিশ্বকাপে ১১ টি ম্যাচে তিনি সংগ্রহ করেন ১৪ টি উইকেট। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের উইকেট নেন মহম্মদ সিরাজ। ফাইনাল ম্যাচের শেষে হারের যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েন তিনি। শোনা যাচ্ছে ২০২৩ এর শেষে বা ২০২৪ এর শুরুতে বিয়ে করতে চলেছেন মহম্মদ সিরাজ।
কাকে বিয়ে করবেন বিরাট কোহলির এই সতীর্থ? সে সম্বন্ধে কিছুই জানাননি মহম্মদ সিরাজ। তবে যার সঙ্গে সিরাজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি হায়দরাবাদের বাসিন্দা। জাতীয় দলের ক্রিকেট সূচি মাথায় রেখেই বিয়ে করবেন মহম্মদ সিরাজ। তাঁর বিয়েতে ভারতীয় দলের ক্রিকেটারদের চাঁদের হাট যে বসবে তা আর বলার অপেক্ষা রাখে না।