Uganda Viral News: ৪১ বছরে ৪৪ সন্তানের মা!
মাত্র ৪১ বয়সেই উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতাঞ্জির কোল আলো করে এসেছে ৪৪ সন্তান। ছেড়ে গিয়েছে স্বামী। একা হাতেই ৪৪ সন্তানকে মানুষ করছেন তিনি। বর্তমানে উগান্ডার এই মহিলার পরিচয় ‘মামা উগান্ডা’। বিশ্বের মোস্ট ফার্টাইল নারীর তকমা পেয়েছেন তিনি
কখনও শুনেছেন একজন মায়ের ৪৪ টি সন্তান?
শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি। এমন ঘটনা ঘটেছে উগান্ডার এক বাসিন্দার মরিয়ম নাবাতাঞ্জির সঙ্গে। তিনি ৪৪ টি সন্তানের জন্ম দেন। ইতিমধ্যেই তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন। ‘মামা উগান্ডা’ নামে পরিচিত এই মহিলা। চিকিৎসকরা বলছেন, তাঁর এতগুলি সন্তানের কারণ হল হাইপার ওভ্যুলেশনের জন্য। অনেক সময় মহিলাদের ডিম্বাশয় বিশাল আকারের হলেও এমনটা হয়। এরকম বড় ডিম্বাশয় থাকলে তাঁদের শরীরে জন্মনিয়ন্ত্রক ওষুধ কাজ করে না। চিকিৎসকরা তাঁকে বাঁচাতে তাঁর ইউটেরাস কেটে বাদ দেন। মরিয়মের ক্ষেত্রে, ফার্টিলিটি রেট কমানোর জন্যই প্রয়োজন হয়ে পড়ে সন্তান জন্ম দেওয়া। বিশ্বে অন্যান্য মহিলাদের থেকে উগান্ডার মহিলাদের ফ্যাটিলিটি রেট অনেকটাই বেশি। সে দেশে গড়ে ৫.৬ সন্তানের জন্ম দেন একজন মা। তিনি ৫ বার করে ৪টি সন্তানের জন্ম দিয়েছেন একসঙ্গে। এমনকি একবার পাঁচটি সন্তান প্রসব করেছেন।