Baruipur Self Help Group News: তছরুপ স্বনির্ভর গোষ্ঠীর টাকাই

Baruipur Self Help Group News: তছরুপ স্বনির্ভর গোষ্ঠীর টাকাই

| Edited By: Tapasi Dutta

Sep 27, 2023 | 5:04 PM

স্বনির্ভর গোষ্ঠীর আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বোর্ড মেম্বারদের না জানিয়ে গোষ্ঠীর তিন দলনেত্রী সেই টাকা তছরূপ করেছে এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বারুইপুরের শংকরপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায়।

স্বনির্ভর গোষ্ঠীর আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বোর্ড মেম্বারদের না জানিয়ে গোষ্ঠীর তিন দলনেত্রী সেই টাকা তছরূপ করেছে এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বারুইপুরের শংকরপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। কয়েক হাজার গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতে অভিযোগ জানানোর পরে দল বেঁধে টাকার হিসাব জানবার জন্য চড়াও হয় সংঘের দলনেত্রী মমতাজ মোল্লার বাড়ি। তাদের অভিযোগ সেখানে এক সিভিক ভলেন্টিয়ার সহ মমতাজ মোল্লার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মহিলাদের উপর।বেশ কয়েক জন মহিলা জখম হয়।

খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পরে অভিযুক্ত দের গ্রেপ্তার এর দাবি তুলে পঞ্চায়েত এর উপ প্রধানের নেতৃত্বে মহিলারা মঙ্গলবার রাতে বারুইপুর থানায় আসেন। এই প্রসঙ্গে উপপ্রধান সন্ধ্যা নস্করের অভিযোগ,স্ব নির্ভর গোষ্ঠীর মেয়েরা কোনো কাজ পেত না। কোনো মিটিং ডাকা হত না।এই টাকা তছরূপ সমস্যা নিয়ে বারংবার বারুইপুর বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারুইপুর পশ্চিম তৃণমূল এর ব্লক সভাপতিকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। তাই এই ক্ষোভ আছড়ে পড়ে ওই দল নেত্রীর উপর। পরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই অভিযুক্ত দল নেত্রী সহ তার পরিবারের কয়েকজন সদস্য আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।