Fake CBI Officer in Sodepur: ভুয়ো সিবিআই অফিসার

| Edited By: Tapasi Dutta

Sep 27, 2023 | 3:59 PM

ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা।খড়দহ থানার অন্তর্গত সোদপুরে ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ।

ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা।খড়দহ থানার অন্তর্গত সোদপুরে ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বারাসাত দত্তপুকুর থানার অন্তর্গত চরকডাঙ্গা এলাকা থেকে সৌমেন মুখার্জী ও জয়শ্রী কর নামে দুজন ব্যক্তিকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা।

ধৃতদের গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করছে সাইবার ক্রাইম আধিকারিকেরা। এদের সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে তারও তদন্ত চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।