Geeta Path: ব্রিগেডে বাড়ছে ভিড়, ঢাল নামছে সাধু-সন্তদের

| Edited By: জয়দীপ দাস

Dec 07, 2025 | 10:28 AM

Geeta Path in Kolkata: ভোর থেকেই যেমন রাজ্যের নানা প্রান্ত থেকে সাধু-সন্তরা আসছেন তেমনই প্রচুর সাধারণ মানুষ ব্রিগেডমুখী হতে দেখা যায়। দুর্গাপুর থেকে এলেন এক সন্ন্যাসী। মানুষের সমাগম দেখে উচ্ছ্বসিত তিনিও। উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, মাঠ তো প্রায় ভরেই এসেছে।

কলকাতা: ভোট-বঙ্গে ৫ লক্ষ কণ্ঠে গীতপাঠের আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চড়ছে পারদ। শান্তির বার্তা দিতেই এই আয়োজন, দাবি আয়োজকদের। ভোর থেকেই যেমন রাজ্যের নানা প্রান্ত থেকে সাধু-সন্তরা আসছেন তেমনই প্রচুর সাধারণ মানুষ ব্রিগেডমুখী হতে দেখা যায়। দুর্গাপুর থেকে এলেন এক সন্ন্যাসী। মানুষের সমাগম দেখে উচ্ছ্বসিত তিনিও। উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, মাঠ তো ভরেই এসেছে। এখনও অনেক মানুষ আসছে রাস্তায় দেখলাম। আর কিছু সময়ের মধ্যেই পুুরো মাঠ ভরে যাবে।