Doctors’ Day: লাভ ডক্টরস

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 03, 2021 | 8:01 PM

সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের কাহিনির মন ভাল করার মেডিসিন শেয়ার করেছেন। সঙ্গে এই অতিমারি সময়ে ভালবাসার হাত বাড়িয়ে দিয়েছেন পেশেন্টদের দিকেও।

মিস্টার অ্যান্ড মিসেস মুন্নাভাই। মুন্নাভাই হলে কী করতেন? চিকিৎসক প্রেমিকাকে নিয়ে সুন্দরবন চলে যেতেন দুঃস্থ মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতে? বাস্তবে এক ডাক্তার কাপল কিন্তু তাই-ই করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের কাহিনির মন ভাল করার মেডিসিন শেয়ার করেছেন। সঙ্গে এই অতিমারি সময়ে ভালবাসার হাত বাড়িয়ে দিয়েছেন পেশেন্টদের দিকেও। ডাক্তার দিবসে রইল এই লাভ ডক্টরদের গল্প। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। কথা ভাল বলতে পারেন ডক্টর অর্কদীপ। তুলনায় চুপচাপ হলেও গুণী ডক্টর ফাল্গুনীর নাচ সবার মন ভাল করে দেয়। শুধু ভার্চুয়াল ওয়ার্ল্ড নয়, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডেও ওঁরা কাজ করেন। ফাল্গুনী সামলেছেন কোভিড ওয়ার্ড। অর্কদীপ চালাচ্ছেন অনলাইনে পরামর্শ দেওয়ার কাজ। দু’জনে একদিন ১৬ ঘণ্টার জার্নি করে নৌকো চড়ে প্রত্যন্ত গ্রামে ১৬০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা করেছেন, ওষুধ দিয়েছেন।