Panchayat Election 2023: বাংলার ভোটে মুম্বইয়ের তুতারি
বাল ঠাকরের বাজনাও বটে। তাঁর রাজনৈতিক মিছিলে বাজিয়েছেন এঁরা। রাঘবপুর গ্রামের কালী পুজো। সে উপলক্ষেই এই তুতারী বাজনা মহারাষ্ট্র থেকে নিয়ে আসা। এটা বাজতেই গোটা গ্রামের মানুষজন ছুটে আসছেন । কারণ এটা তো এখানে এই প্রথম।
হাওড়ার রাঘবপুর গ্রাম পঞ্চায়েত। তুতারি বাজছে। এই বাজনা মহারাষ্ট্র থেকে। ছত্রপতি শিবাজীর বাজনা। বাল ঠাকরের বাজনাও বটে। তাঁর রাজনৈতিক মিছিলে বাজিয়েছেন এঁরা। রাঘবপুর গ্রামের কালী পুজো। সে উপলক্ষেই এই তুতারী বাজনা মহারাষ্ট্র থেকে নিয়ে আসা। এটা বাজতেই গোটা গ্রামের মানুষজন ছুটে আসছেন । কারণ এটা তো এখানে এই প্রথম। পুজোর উদ্যোক্তারা অনেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক। তাঁরা এখনও ভোটের প্রচারে তুতারির ব্যবহার ফাঁস করতে চাইছেন না । কিন্তু সম্ভাবনা রয়েইছে। কারণ রাজনৈতিক মিছিলে বাজানোর অভিজ্ঞতা তাঁদের আগে থেকেই আছে।

